মুন্সিগঞ্জ, ১১ আগষ্ট, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১ টা’র দিকে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকার পান্না সিনেমা হলের সামনে থেকে চর মুক্তারপুর এলাকার মৃত হযরত আলী শিকদারের ছেলে সোহেল (৩৯) ও একই এলাকার মোহাম্মদ আলী মাদবরের ছেলে পিয়ার আলী (৩৬) কে ২০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, অপর পৃথক অভিযানে রামপাল ইউনিয়নের হাতিমারা চৌরাস্তা এলাকায় হোসেন ষ্টোরের সামনে থেকে নয়াগাও এলাকার বাদশার স্ত্রী তামান্না ইসলাম জেরিন (২৫) কে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আবুল কালাম আজাদ জানান, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।