মুন্সিগঞ্জ, ৩ জুন ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নতুনগাও থেকে দেড়শো পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাওয়ের মৃত জুলহাসের পুত্র হ্দয় (৩৫) ও মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকার মনির হোসেনের পুত্র আব্দুস সালাম জনিকে (২৮) দেড়শো পিস ইয়াবাসহ আটক করা হয়। জনির বিরুদ্ধে পূর্বের ৫টি মাদক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের হয়েছে।