১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যান মোস্তফার ফ্যাক্টরি থেকে ৩ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন কারেন্ট জাল আয়রনের ফ্যাক্টরি থেকে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের সাড়ে ১৪ লাখ মিটার অবৈধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পঞ্চসারের ডিঙ্গাভাঙ্গা এলাকায় কারেন্ট জাল আয়রন কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানাটি পঞ্চসারের চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন।

তিনি বলেন, অভিযানের সময় মালিকপক্ষের কাউকে না পাওয়া গেলেও মো: হাশেম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান নৌ পুলিশের ওই কর্মকর্তা।

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামসুর রহমানসহ, জেলা পুলিশ, নৌ পুলিশ এবং জেলা আনসারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!