মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হওয়া ৩ দিনমজুরের পরিবারকে সেলাই মেশিন দেয়া হয়েছে মুন্সিগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে। আগামীকাল তাদের আর্থিক অনুদান দেয়া হবে। এর আগে দুই দফায় পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয় জেলা প্রশাসন।
বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
গত ৪ আগষ্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত হন শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুরের ছেলে মো. সজল মোল্লা (৩০), একই এলাকার রিয়াজুল ফরজী (৩৮) ও সিরাজুল সরদারের ছেলে অটোরিকশা চালক নুর মোহাম্মদ ওরফে ডিপজল সরদার (১৯)।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অসহায় হয়ে পড়েছিল নিহতের স্বজনরা। পরে জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার আশ্বাসে স্বস্তি ফিরেছে পরিবারগুলোতে। গত সপ্তাহে এ পরিবার গুলোকে নগদ অর্থ দেওয়া হয়। আজ মঙ্গলবার জেলা পরিষদ থেকে সেলাই মেশিন দেওয়া হয়। আগামীকাল বুধবার পরিষদ থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, যারা আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আমরা শহীদ পরিবারগুলোর যে কোন প্রয়োজনে সঙ্গে থাকবো। সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের যে সকল সুযোগ-সুবিধা রয়েছে পরিবারগুলোকে সেগুলোর আওতায় নিয়ে আসবো। পরিবারগুলোর জন্য সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, নিহত সজল মোল্লার বাবা আলী আকবর মোল্লা ও ছোট ভাই সাইফুল ইসলাম, নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম ও নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসলাম মোল্লা প্রমুখ।