ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মুন্সিগঞ্জ এর যৌথ উদ্যোগে বুধবার “জাগ্রত বিবেক, দূর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই” শ্লোগানে নানা কর্মসুচির মধ্য দিয়ে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’২০১৫” পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দুর্নীতি বিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনী।
সকাল ৯:৩০ ঘটিকায় শহরের প্রাণকেন্দ্র জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র্যালীর উদ্বোধন করেন মো: কুদ্দুছ আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
পরবতীতে তার নেতৃত্বে দুর্নীতি বিরোধী দিবসের র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এসে শেষ হয়। দুর্নীতিবিরোধী দিবসের এ কর্মসূচিতে সনাক, দুপ্রক, ইয়েস, স্বজন সদস্যসহ মুন্সীগঞ্জের বিভিন্ন পেশা ও শ্রেণির প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। তারা এ সময়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন।
র্যালি শেষে অধ্যাপক মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উপর টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য মনোয়ার হাসিনুল আলম।
আলোচনা সভায় দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর সচেতনতা মূলক বক্তব্য রাখেন সনাক সভাপতি এ্যাড. মো. হুমায়ুন কবীর শাহিন, বরেণ্য শিক্ষাবিদ ও সনাক সদস্য প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জী, টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফজিলা খানম, আলী আকবর মিলন এবং বীর মুক্তিযোদ্ধা এম. এ.কাদের মোল্লাসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ।