১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:২২
মুন্সিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ আটক ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ৪ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১।

গতকাল সোমবার রাতে টংগীবাড়ী উপজেলার হাসকিরা এলাকার আমতলা-টংগীবাড়ী সড়কের হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ২টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছোরা, ৪টি মোবাইল ও ৬টি সীমসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডাকাত সর্দার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সোনারদৌড় এলাকার মৃত মুসলিমের ছেলে স্বপন ওরফে সাব্বির (৫০), মাতবরকান্দি এলাকার কাশেম আলীর ছেলে মন্টু মিয়া ওরফে মঞ্জু মিয়া (৪৪), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত রেজাউল ব্যাপারীর ছেলে আনোয়ার ব্যাপারী (৫৮) ও মাদারীপুর জেলার কালকিনী ‍উপজেলার ফুলবাড়ী গজাইরা এলাকার মৃত আব্দুল হালেমের ছেলে শওকত (৩৮)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের টংগীবাড়ী থানার বিভিন্ন সড়ক, বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে।

র‌্যাব ১১ মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, র‌্যাবের হস্তান্তরকৃত আটক আসামিদের বিরুদ্ধে আজ থানায় ডাকাতির মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!