১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:১৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার মান্দ্রা গ্রামের মনির মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জসিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম বিপ্লব জানান, মনির মুন্সীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় বৈদ্যুতিক মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা ফেরদৌসি তাকে মৃত ঘোষণা করেন।

টংগিবাড়ী থানার ওসি রাজিব খান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!