মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্র ও ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে র্যাব।
অস্ত্র ও মাদকসহ আটকরা হলেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তার সহোদর আন্ত:জেলা ট্রাক চালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং তাদের ব্যবসায়ী সহযোগী আলমগীর হোসেন।
আজ রোববার (১৮ অক্টোবর) গজারিয়ার উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের দাবি, তাদের কাছ থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
আটককৃত আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।
এদিকে তাদের আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আগুন জ্বালিয়ে দীর্ঘ প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে তাদের সমর্থকরা।
অবরোধের কারনে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পরে গজারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান আটকের খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে ১৮ থেকে ২০ টি করে মামলা আছে বলেও জানান তিনি।