১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:০২
মুন্সিগঞ্জে অভিবাসীদের অংশগ্রহণে ‘অভিবাসী সম্মেলন’ অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অভিবাসীদের নিয়ে ‘অভিবাসী সম্মেলন’ এর আয়োজন করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অভিবাসীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্থ অভিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান আয়োজকরা।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ এর চেয়ারপারসন শাকিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

অভিবাসী সম্মেলনে বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব। ছবি: আমার বিক্রমপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ এর নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার এস এম রানা, সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব প্রমুখ।

error: দুঃখিত!