মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদী তীরবর্তী আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় নদী থেকে অবৈধ বালু তোলার প্রতিবাদ করে গুলিবিদ্ধ হয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ইমন মল্লিক (১৮) নামের স্থানীয় এক যুবক। এসময় গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। পরিবার ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে এমন অভিযোগ।
পরিবারের অভিযোগ, ইমন মল্লিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পরে তার লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে দুবৃত্তরা।
জানা গেছে- দীর্ঘদিন ধরেই নদী তীরবর্তী কালিরচর এলাকা ঘেষে রাতের আধারে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলো স্থানীয় প্রভাবশালী একটি মহল। গেল ২১ আগস্ট রাত ১০ টার দিকে বালু উত্তোলন করতে থাকলে এলাকাবাসী মিলে তাদের প্রতিরোধ করতে ট্রলার নিয়ে এগিয়ে গেলে বালু উত্তোলনে থাকা দুবৃত্তরা এলোতাপাতাড়ি গুলি ছোড়ে। সেসময় নিখোঁজ ইমন মল্লিক গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যান। আজ ৩১ আগস্ট পর্যন্ত ইমনের কোন হদিস পাওয়া যায়নি। একইসময় গুলিবিদ্ধ হন শাহ আলম (৩৫) নামে কালিরচর এলাকার আরও ব্যক্তি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকায় সরকারিভাবে বালু কাটার কোন অনুমতি না থাকলেও অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু কেটে আসছে একটি চক্র। গেল ৫ আগস্ট সরকার পতনের পর অবৈধ বালু উত্তোলন আরও তীব্র আকার ধারণ করে।
নিখোঁজ ইমন মল্লিকের মা সবুতারা বেগম বলেন, ‘আমার ছেলেকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমাদের এলাকার বিল্লাল প্রধানের ছেলে সবুর নিজে গুলি করছে। আমার পোলার লাশটাও দেখতে পাইতাছিনা, নদীতে ভাসায়া দিছে শুনছি। ১০ দিন হইয়া গেল কোন প্রশাসন আগাইয়া আইলো না।’
অভিযোগের বিষয়ে জানতে মো. সবুরের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ বলেন, ‘বিষয়টি আমাকে স্থানীয়রা মৌখিকভাবে জানিয়েছিলো। তবে নদীতে যে জায়গাটিতে গুলির ঘটনা ঘটেছে সেটি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার অধীনে। এরপরও আমাদের লিখিত জানালে আমরা আইনগত ব্যবস্থা নিবো।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত বালু তোলা সম্পূর্ণভাবে অবৈধ। রাতের আঁধারে অবৈধভাবে যারা বালু উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’