মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পোষ্টারিং করে অপপ্রচারের অভিযোগ এনে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।
মঙ্গলবার (২১ জুলাই) মুন্সিগঞ্জ সদর থানায় পারভেজ বেপারী’র পক্ষে এই অভিযোগ দেন তার ছোট ভাই ফয়সাল বেপারী।
জিডি সূত্রে জানা যায়, সমাজসেবক পারভেজ বেপারীর সামাজিক সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে।
পারভেজ বেপারী বলেন, ‘একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে রাতের আধারে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি তাদের বিচার চাই। আমি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার করি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের রাজনীতি করি। এতে আমার উপর একটি মহল ক্ষীপ্ত।’
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।