২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৩৯
মুন্সিগঞ্জের ৯ গ্রামে আজ ঈদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সিগঞ্জের অন্তত ৯ গ্রামে আজ ঈদ উল ফিতর পালিত হচ্ছে। বুধবার সকালে ওই এলাকাগুলোতে ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে।

গ্রামগুলো হচ্ছে-  ‍মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দি ও কংসপুরার একাংশ।

এসব গ্রামের পাঁচ-থেকে ছয় হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে। এছাড়াও জেলার আরও কয়েকটি এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হয়ে থাকে।

জাহাগীর তরিকার নেতারা বলেন, পৃথিবীর যে কোন স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিৎ। তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি।

error: দুঃখিত!