২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৩:৫১
মুন্সিগঞ্জের ১৫ গ্রামে আজ কোরবানির ঈদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের  দুই উপজেলার ১৫ টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে জাহাঙ্গীর তরিকার অনুসারীরা আজ পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হচ্ছে।

রোববার (১৬ জুন) সকাল ৮ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও সকাল ৯ টার দিকে শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উত্তরকান্দি জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল হক ঈদের জামাতের ইমামতি করেন।

উত্তরকান্দি জামে মসজিদের ইমাম জানান, সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই আজ আমরা ঈদ উদযাপন করছি। এরপর আমরা পশু কোরবানি করেছি। এছাড়া আমাদের এখানে অন্যান্য মসজিদে ঈদের জামাত হয়েছে।

মুন্সিগঞ্জে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে- মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি, কালিরচর, রাকেরকান্দি ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি, আনন্দপুর, আমঘাটা, সৈয়দপুরসহ কয়েকটি গ্রাম।

এদিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর এলাকার মো. আলী ইসলাম মাদবরের বাড়ির ভবনের নিচতলায় সকাল ১০ টার দিকে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দক্ষিণ বেতকা জামে মসজিদের ইমাম মুফতি মো. সোহেল।

error: দুঃখিত!