১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শাহজালাল ক্রসফায়ারে নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি(২৮) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সদরের বৈখর ময়না মোল্লার কাঠ বাগানে সে বন্দুকযুদ্ধে নিহত হয়।

এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

২২ মামলার পলাতক ও ৭ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি শাহজালাল। সর্বশেষ শাহজালাল ও তার সঙ্গীদের অাটকে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় শাহজালাল।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম ফুয়াদ (পিপিএম) জানান, শীর্ষ সন্ত্রাসী শাহজালালকে নিয়ে অস্ত্র উদ্ধারে মুন্সিগঞ্জ সদরের বৈখর ময়না মোল্লার কাঠ বাগানে যায় পুলিশ। এক পর্যায়ে শাহজালাল বাহিনী পুলিশের কাছ থেকে শাহজালালকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধ হয়। এসময় শাহজালাল মিজি নিহত হয়। এই ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়।

তার মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

error: দুঃখিত!