মুন্সিগঞ্জ, ৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক-অস্ত্র ও নগদ টাকা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মোল্লাকান্দির আলোচিত একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূূর্ব মাকহাটি এলাকার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
আজ রোববার সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কামরান হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে মিল্টন মল্লিকের অবৈধ ১৪টি দেশীয় অস্ত্র, ৩৪ বোতল বিদেশী মদ, ১টি সুজুকি মোটরসাইকেল, ২টি সাংবাদিক আইডি কার্ড, ৭টি মোবাইল ফোন, ৭ টি চকলেট বাজি বোমা, ২টি ল্যাপটট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে, ঘটনাস্থল থেকে আসামি মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল হতে সন্দেহভাজন হিসাবে মো. সিফাত মল্লিক (২৫) ও মো. নাসির সরদারকে (৪২) গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ সুপার।