৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের মাওয়ায় সামাজিক সংগঠন বাতিঘরের মাদকবিরোধী মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া বাজার এলাকায় সামাজিক সংগঠন বাতিঘরের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় লোকজন স্বত:স্ফুর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয়।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদকের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, বিগত বছরগুলোতে যারা মাদক ব্যাবসায়ীদের আশ্রয় দিয়েছেন এবং এর সাথে এখনো যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মাওয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মো. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মোহন, বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, শেখ সোলায়মান তপু, ওমর ফারুক রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী শাহরিয়ার কবির তন্ময়, ওমর ফারুক লিমন, সাইদ রুমেল ছাড়াও বাতিঘর সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!