মুন্সীগঞ্জ জেলার নাম পরিবর্তন করে বিক্রমপুর করা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি। বিক্রমপুর নামটি শুধু মানুষের আবেগ আর ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে তিনি বলেছেন, বাস্তবে কোথাও নেই বিক্রমপুর।
সাগুফতা ইয়াসমিন এমিলি এই বিষয়ে বলেন বলেন, ‘মুন্সীগঞ্জ জেলার নাম পরিবর্তন করে বিক্রমপুর করা আমার নিজের নির্বাচনী অঙ্গীকার।’ তিনি বর্তমান সরকারের মেয়াদে এই দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমাদের আবেগ-ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে বিক্রমপুরের নাম। কিন্তু বাস্তবে এখন বিক্রমপুর কোথাও নেই। কেবলই স্মৃতি হয়ে আছে বিক্রমপুর।’
বঙ্গবন্ধুর কথা স্মরণ করে সংসদ সদস্য এমিলি বলেন, বঙ্গবন্ধু মৃত্যুর আগে ঘোষণা দিয়েছিলেন, জেলা হোক বা মহকুমা হোক তিনি এই জায়গার নাম বিক্রমপুর করবেন। জাতির পিতার এই শেষ ইচ্ছা সত্ত্বেও তাঁর মৃত্যুর পর স্বাধীনতাবিরোধী শক্তি এই জেলার নাম ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে মুন্সীগঞ্জ করে। যারা দেশের স্বাধীনতা চায়নি অথচ দেশ স্বাধীন হয়ে গেছে, তারাই প্রতিশোধ হিসেবে এই জেলার নাম মুন্সীগঞ্জ করেছে।পদ্মা নদী বিধৌত এই এলাকাকে সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনস্থল আখ্যায়িত করে বিক্রমপুরের মেয়ে এমিলি এমপি বলেন, পৃথিবীর কোথাও এমন আলোচিত ও ঐতিহ্যবাহী জায়গার নাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া বা মুছে ফেলার নজির নেই। তিনি বলেন, বাংলাদেশের সব জেলার ঐতিহ্য আছে। যেমন, সমুদ্র চট্টগ্রামের প্রাণ।
সমুদ্রকে ঘিরেই এই জেলার উন্নয়ন। এ রকমভাবে বিক্রমপুর দেশের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। দেশের আর কোনো জেলায় এত প্রাচীন ঐতিহ্য নেই।