মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন নারীসহ উভয়পক্ষের ৫ জন।
ককটেলের আঘাতে গুরুতর আহত নারী নিপা সরকারকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আধারার সোলারচর এলাকায় আহাদুল বেপারি ও শাহেক মিজি গ্রুপের সাথে আলী হোসেন সরকারের লোকজনের এই সংঘর্ষ হয়। দুটি পক্ষই স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।