মুন্সিগঞ্জ ৩০ নভেম্বর, ২০১৯, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. ইয়াছিন মুন্সী (৫৩) ও তার মেয়ে মোসা. দিপালী (২০) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯নভেম্বর) বিকালে আনুমানিক ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নে মনইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মো. ইয়াছিন মুন্সী’র শ্যালক কামাল মোল্লা জানান, ‘বাউশিয়া মৌজার আর এস দাগ নং ৯১০, রকম নাল পরিমান ২৮ শতক সম্পত্তি ক্রয় সূত্রে আমার বোন জামাই ভোগ দখল করে আসছে। শুক্রবার বিকালে উক্ত সম্পত্তিতে চাষাবাদ করতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ কালাম বেপারী, শেফালী বেগম, মেওয়া, জান্নাতুল, রোকসানা, শাহীন, সোহাগ, এছাক বেপরী সবাই মিলে পরিকল্পিত হত্যার উদ্যোশে দেশীয় অস্ত্র দা, লোহার রড, কাঠের ডাসা, বাশের লাঠি দিয়ে পিটিয়ে আমার ভাগ্নী অন্তসত্তা দিপালীকে মারধর করলে ভাগ্নী রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে যায়। আমার বোন জামাই এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল ঘুষি বেধড়ক মারধর করে।’
‘তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে আহত দিপালী’র ভাবী খুকুমনি বাদী হয়ে ওই দিন রাতে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর-রশিদ জানান, অভিযোগ পেয়েছি, এ বিষয়ে জোড়ালো পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের মাধ্যমে অপারাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।