২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:২৭
মুন্সিগঞ্জের এসপি যাচ্ছেন নারায়ণগঞ্জে, আসছেন শরীয়তপুরের এসপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২১ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জের এসপি মোহাম্মদ জায়েদুল আলম। অন্যদিকে, শরীয়তপুর জেলার বর্তমান এসপি আব্দুল মোমেনকে মুন্সিগঞ্জ জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আব্দুল মোমেন এর আগে চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জায়েদুল আলম ৩ বছরের অল্প কিছু বেশি সময় মুন্সিগঞ্জে দায়িত্ব পালন করেছেন। তিনি যখন মুন্সিগঞ্জে দায়িত্ব পালন করতে আসেন তখন মুন্সিগঞ্জ শহরে সন্ত্রাসীদের ব্যাপক দাপট ছিলো। সন্ত্রাস দমনে শুরুতেই কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়ে শহরবাসীর কাছে প্রশংসিত হন জায়েদুল। তার সাহসী ভূমিকায় ২০১৭ সালে তৎকালীন শীর্ষ সন্ত্রাসী, ২২ মামলার পলাতক আসামী শাহজালাল মিজি পুলিশের হাতে আটক হয়ে গোলাগুলিতে নিহত হয়।

পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ আরও ৭ মাদক ব্যবসায়ী নিহত হয় এসপি জায়েদুলের সময়েই।

এরপর মুন্সিগঞ্জের সবচেয়ে ঐত্যিহ্যবাহী অথচ সবচেয়ে অস্থিতীশীল সরকারি হরগঙ্গা কলেজ কে সন্ত্রাসী, বহিরাগত মাদক ব্যবসায়ী মুক্ত করার চ্যালেঞ্জে নামেন জায়েদুল। তার কঠোর ভূমিকায় হরগঙ্গা কলেজ ছাত্রাবাস থেকে অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, একটি কাঠের বাট যুক্ত পাইপ গান, একটি থ্রি নট থ্রি রাইফেলের ড্যামি, একটি এয়ার গান, তিনটি ম্যাগজিন, ৮৯ রাউন্ড গুলি, তিন রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, পাইপগানের বিভিন অংশ, দু’টি চাইনিজ কুড়াল, পাঁচটি রামদা, তিনটি কাবার যুক্ত রামদা, দু’টি ছোট ছুরি এবং ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এরপর এসপি জায়েদুলের নির্দেশনায় সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়। যার সুফল এখনো পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

রাজনৈতিক অস্থিতীশীলতা নিয়ন্ত্রণেও বিচক্ষণ ছিলেন এসপি জায়েদুল। তার সময়ে অনুষ্ঠিত হওয়া বেশ কয়েকটি স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনে সহিংসতার ঘটনা পূর্বের তুলনায় অনেকটাই কম ছিলো।

তবে চরাঞ্চলের অব্যাহত সহিংসতা নিয়ন্ত্রণ-নিরসন, অভ্যন্তরীণ রুটের যানজট নিয়ন্ত্রণ, শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের সহজলভ্যতার জন্য কেউ কেউ সমালোচনা করেন এই এসপির।

error: দুঃখিত!