মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে বই উপহার দেয়া হয়েছে।
শুক্রবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহাম্মেদ মিলনায়তনে এ বই হস্তান্তর অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রেস কাউন্সিলের সদস্য নূরে জান্নাত আখতার সীমা ও প্রেস কাউন্সিলের সচিব সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ-আলম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকার পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ ও সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ।
আলোচনার পর মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়। ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহম্মদ। বঙ্গবন্ধু ও জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেন।