মুন্সিগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে ধলেশ্বরী নদীতে এক তরুণ নিখোঁজ রয়েছে। আজ শনিবার (১৩ আগস্ট) রাত ৯ টা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।
জানা যায়, শনিবার দুপুর ৩ টা’র পর হামিম ও রাসেল নামের দুই তরুণ মুক্তারপুর সেতু থেকে শখের বসে লাফ দেন। এর মধ্যে হামিম পানিতে ভারসাম্য ধরে রাখতে সক্ষম হন। কিন্তু মুহুর্তেই ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যান তারই বন্ধু রাসেল (১৮)। তার বাবার নাম হেলাল বেপারি।
তাদের দুজনের বাড়িই বরিশালে। থাকেন মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় ভাড়াটিয়া বাসায়।
নিখোঁজের পর ভুক্তভোগীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরে জেলা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ও তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নদীতে নিখোঁজ রাসেলের কোন খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের কয়েকজন বন্ধু জানান, মুক্তারপুর সেতু থেকে লাফ দিলে কিছু হয় কি না লাফ দিয়ে সেটিই তারা যাচাঁই করতে চেয়েছিলেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম জানান, সন্ধ্যার পরপর অভিযান স্থগিত করা হয়। কাল সকালে আবার খোঁজা হবে।