মুন্সীগঞ্জে কোটি টাকার ফেরি ও পন্টন অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে। মুন্সীগঞ্জ মুক্তারপুর ফেরীর পুরনো ফেরি ও পন্টনগুলো সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না নেয়ায় তা নষ্ট হয়ে যাচ্ছে।
তৃতীয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ ব্রীজ (মুক্তারপুর সেতু) নির্মান শেষে ২০০৮ সালে তা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এরপর থেকেই ফেরিগুলো অকেজো হয়ে পড়ে আছে। ফেরিগুলো স্থানান্তর করে অন্যত্র ব্যবহার করার কোন উদ্যোগ নেয়া হয়নি। বছরের পর বছর ধরে ধলেশ্বরী নদীর পাড়ে এগুলো অযত্ন অবহেলায় নষ্টপ্রায়, তবুও দেখার যেন কেউ নেই।