স্বরূপে ফিরেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা। পাঁচ বছরের বিরতি শেষে ‘ধামাকা’ গান নিয়েই শ্রোতাদের সামনে হাজির হয়েছেন তিনি। ঈদ উপলক্ষে ৫ মিউজিক ভিডিও নিয়ে ‘আনসেন্সরড’ শিরোনামে এ্যালবাম প্রকাশ করেছেন তিনি। সব গানের কথা-সুর-সংঙ্গীতায়োজন তারই। তবে, এ্যালবাম প্রকাশের পরপরই একাধিক গানের সুর নকলের অভিযোগ উঠেছে।
দীর্ঘ প্রায় পাঁচ বছর সেচ্ছায় নির্বাসনে ছিলেন এই পপ তারকা। এ সময়ে তাঁর অ্যালবাম এবং নতুন কোনো গান প্রকাশিত হয়নি। তবে গত দু’বছর কয়েকবার তাঁর নতুন অ্যালবাম প্রকাশ করবেন বলেও আবার তা প্রকাশ করেননি। সর্বশেষ মিলা ঈদে স্বরূপে ফিরে এলেন তাঁর ভক্তদের মাঝে। বলা যায় আড়াল ভেঙে তাঁর এ প্রত্যাবর্তন। মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজে প্রকাশিত হয়েছে তাঁর নতুন অ্যালবাম ‘আনসেন্সরড’-এর গানগুলো। গানগুলোর শিরোনাম ‘ঈশ্বর’, ‘নাচো’, ‘টোনা’, ‘আনমনা’ এবং ‘অ্যাই সালা’। সবগুলো গানের কথা-সুর-সঙ্গীতায়োজন করেছেন মিলা নিজেই। এদিকে গত ১৭ জুলাই মিলা তাঁর ‘নাচো’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন। মিউজিক ভিডিওতে রূপবান মিলা-ভক্তদের মনেও নতুন করে গানটি দোলা দিতে সক্ষম হয়। প্রশংসিত হয় মিলার নতুনরূপে ফিরে আসা। কিন্তু অভিযোগ উঠেছে, ‘নাচো’ শিরোনামের গানটি রোমানিয়ান ব্যান্ড একসেন্টের ‘দেটস্ মাই নেইম’ গানটির সুরের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। যা ২০০৯ সালে সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ করা হয়। নতুনরূপে ফিরে আসা মিলা নকলের এ অভিযোগ কীভাবে অস্বীকার করবেন? এটি ইচ্ছাকৃত নাকি মিলার অবচেতনেই ঘটেছে? এমন প্রশ্নই অডিও অঙ্গনে এখন ঘুরপাক খাচ্ছে।