মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ৩ জন কাউন্সিলরকে মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এরা হলেন, প্যানেল মেয়র ১- আব্দুর রহিম বাদশা। যিনি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আছেন। প্যানেল মেয়র ২ আসমা বেগম। যিনি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। প্যানেল মেয়র ৩ হয়েছেন আওলাদ হোসেন। যিনি ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আছেন।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে এই ৩ কাউন্সিলরকে মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র হিসেবে নিযুক্ত করেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম।
মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম ‘আমার বিক্রমপুর’ কে বলেন, আজ থেকে মিরকাদিম পৌরসভার নবযাত্রা শুরু হলো। এ পৌরসভায় কোন অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। আগামীতে মিরকাদিমকে নাগরিক বান্ধব পৌরসভা হিসেবে গঠনে সকল কাউন্সিলরদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।