মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ২শ বছরের পুরনো রিকাবীবাজার-ইছামতি খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন করেছে মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ।
শনিবার (৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে খালটির জোড়া সেতুর ওপর এ মানববন্ধন করে তারা। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা জানান, খালটির দৈর্ঘ প্রায় এক কিলোমিটার। এটি প্রায় দুইশ বছরেরও বেশি পুরনো। ধলেশ্বরী নদীর কাঠপট্টি ঘাট থেকে এই খাল শুরু হয়েছে। মিরকাদিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইছামতী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। এ খালের পানি মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করত। বর্তমানে খালটির নাব্যতা হারিয়ে গেছে। বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে।