মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে চলতে গিয়ে অপর আরেকটি যানের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পরেছে একটি মিনিবাস। এতে আহত হয়েছে মিনি বাসের অন্তত ২০যাত্রী।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা’য় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনা কবলিত মিনিবাসের আহত যাত্রী ফয়সাল আহমেদ জানান, গাড়ি ভর্তি যাত্রী থাকা সত্ত্বেও গাড়িটি মধ্য বাউশিয়া স্ট্যান্ড হতে বেপরোয়া চলছিল। গাড়িতে থাকা যাত্রীরা চালককে বারবার বলা সত্ত্বেও চালক তাদের বলেন আপনারা বসে থাকেন গাড়ি ঠিকভাবে চলবে। এর মধ্যে আনারপুর স্ট্যান্ড এলাকায় এসে অপর একটি গাড়িতে ধাক্কা দেয় মিনিবাসটি। গাড়িতে থাকা অন্তত ২০ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে আহত হয়। আহতরা বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
দূর্ঘটনা কবলিত গাড়ির মালিক আলম জানান, গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োজিত ছিলেন জাহিদ। যেকোন সময় ইঞ্জিনের ত্রুটি হতে পারে, গাড়ির ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সকাল থেকেই গাড়ির ব্রেক ঠিক মতো কাজ করছিলো না।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান জানান, গাড়ির মালিক কে সংবাদ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।