১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:০০
মানিকপুরে বাসার ছাদ থেকে ফেনসিডিল সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুরে বাসার ছাদ থেকে ফেনসিডিল সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকার মনির হোসেন এর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৩) এর বাড়ির ছাদে ছোট রুম থেকে ৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

ডিবি জানায়, শহিদুল ইসলাম একজন নিয়মিত মাদক ব্যবসায়ী এবং মানিকপুর এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর পার্টনার হিসেবে পরিচিত।

তাকে জিজ্ঞাসাবাদে সে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম বলেছে। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, শহিদুল ইসলামকে মুন্সিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!