মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এ. আর ক্লিনিকের বিরুদ্ধে মানসিক অসুস্থ ব্যক্তিকে দিয়ে ভুল রক্ত পরীক্ষার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।
এ বিষয়ে ওই শিক্ষার্থী আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত পদক্ষেপের দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি বর্ষের শিক্ষার্থী মাশরাফি হাসান পিয়াল গত ১৮ সেপ্টেম্বর এ. আর ক্লিনিকে রক্ত পরীক্ষা করে জানতে পারেন তার রক্তের গ্রুপ বি পজেটিভ। সেই সূত্র ধরে গতকাল তিনি ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বি পজেটিভ রক্ত দান করতে শহরের নিউ মডার্ণ ক্লিনিকে যান। সেখানে গিয়ে পুনঃপরীক্ষা করে দেখেন তার প্রকৃত রক্তের গ্রুপ ও পজেটিভ। পরে তিনি রক্ত না দিতে পেরে ফিরে আসেন। সমস্যায় পড়েন রক্তগ্রহীতা ব্যক্তি।
মাশরাফি হাসান পিয়াল নামের ওই শিক্ষার্থী বলেন, ‘আমি প্রথমে আশ্চর্য হই। মাত্র কয়েকদিন আগেই তো পরীক্ষা করে জানলাম আমার রক্তের গ্রুপ বি পজেটিভ। এখন জানলাম ও পজেটিভ। পরে আমি সাথেসাথে এ. আর ক্লিনিকে যাই। সেখানে গিয়ে কাউন্টারে বিষয়টি জানালেও তারা গুরুত্ব দেয় না। পরে মো. জনি নামে এক ব্যক্তি নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে আমাকে বলেন, ‘যে ব্যক্তি রিপোর্ট প্রস্তুত করে তার হয়তো মানসিক সমস্যা আছে’।
তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে এরকম ভুল কিভাবে হয়? আর ওই ব্যক্তি যদি সত্যিই মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তার দ্বারা অনেক সাধারণ মানুষ ভুল পরীক্ষার স্বীকার হবে। তার বিরুদ্ধে জেলা স্বাস্থ্য বিভাগের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে এ. আর ক্লিনিক কতৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেনি।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হবে।’