২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:০৫
মাগুরা থেকে অচেতন অবস্থায় সিরাজদিখানের তরুণী উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মাগুরা পুলিশ বাস থেকে মুন্সীগঞ্জের এক তরুনীকে অচেতন্য অবস্থায় উদ্ধার করেছে। জুসের সাথে চেতনা নাষক খায়িয়ে পাচারের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে যশোরগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে মাগুরার ভায়না মোড় থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তরুনীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় বলে জানিয়েছে মাগুরা পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, চাকরি দেয়ার কথা বলে ঢাকা থেকে দুই মহিলা মীম দেওয়ান (২০) নামের এ তরুনীকে বাসে তোলে। এসময় তাকে জুস খাওয়ালে সে চেতনা হারিয়ে ফেলে। ঘটনাটি পাশের যাত্রীর সন্দেহ হলে সে পুরিশকে অবগত করে। পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

error: দুঃখিত!