মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় সার্ভিস লেনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রাণ গেছে এক পথচারীর। প্রাথমিক অবস্থায় তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সড়কের ঢাকামুখী সার্ভিস লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি একজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল করে থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে।
তিনি বলেন, এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।