৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৫১
মহিউদ্দিন পরিবারের ৩ সদস্যসহ ৫ জনের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের রাজনীতিতে আলোচিত ক্ষমতাচ্যুত ‘মহিউদ্দিন পরিবার’-এর ৩ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গেল রোববার (৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, তার স্ত্রী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, মহিউদ্দিনের ছোট ভাই মুন্সিগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।


আরও পড়তে পারেন: পরিবারনামা: পালিয়েছেন মহিউদ্দিন-বিপ্লব-আনিস-ফাহরিয়া-সোহানা


দুদকের এই কর্মকতা জানান, দুর্নীতির মাধ্যমে নিজেদের ও তাদের ওপর নির্ভরশীলদের নামে প্রচুর জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করেছে। তদন্তে এ বিষয়ে আরও বিস্তারিত বেড়িয়ে আসবে।

error: দুঃখিত!