মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতের হরতালের দিন নাশকতার মামলায় হেফাজতের নায়েবে আমির ও মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদের ছেলে হেফাজত নেতা মাহমুদুল্লাহ (২৬) কে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়তে পারেন: মুন্সিগঞ্জে সিরাজদিখানে হেফাজতের সাথে সংঘর্ষ, পুলিশের ওসি ও মধুপুরের পীর গুরুতর আহত
দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন।
তিনি জানান, সাতক্ষীরা পুলিশের সহযোগিতায় মুন্সিগঞ্জ পুলিশ তাকে আটক করে। বিস্তারিত আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে জানানো হবে।