মুন্সিগঞ্জ ২৩ অক্টোবর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভোলার বোরহানউদ্দিনে হিন্দু তরুণের ফেইসবুক আইডি হ্যাক করে ‘অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর সংঘর্ষে হতাহতের ঘটনায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘মহানবী (সাঃ) কে নিয়ে কুটুক্তি ও ভোলার বোরহানউদ্দিনে গণহত্যার বিচারের দাবীতে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে এই ‘বিক্ষোভ সমাবেশ’ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, সাবেক সাংসদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু (সাবেক মেয়র), জেলা যুবদলের সভাপতি সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুষার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশ সঞ্চালনা করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন।