১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
ভুয়া মেজরসহ ৬ প্রতারক আটক
খবরটি শেয়ার করুন:

বৃহস্পতিবার রাজধানীর খিলখেত ও গাজীপুরের রাজেন্দ্রপুর অভিযান চালিয়ে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে তাদের আটক করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক মেজর মাকসুদুল জানান, আটককৃতদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের সিল দেওয়া ছয়টি নকল নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে।

প্রতারক চক্র প্রত্যেক ভুক্তভোগীর থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে নকল নিয়োগপত্র দিয়ে তিন লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে।

তিনি জানান, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ হাতিয়ে আসছে।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ছয় সদস্যকে (এক ভুয়া মেজর) আটক করা হয়েছে।

error: দুঃখিত!