মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় শুরু করে ২টা পর্যন্ত বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান তারিক আল হাসান লিউ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম, বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব খাঁন পটু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাসান মাসুম শিকদার, কাজী এম এ হক, মাহমুদ হাসান সুমন সরকার, রফিকুল ইসলাম খাঁন, সুবির খাঁন, ইউপি সদস্য জামাল ঢালী প্রমুখ।