৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:২৬
বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়িয়েছি: মিদুল দেওয়ান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে অাওয়ামীলীগের যত অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকান্ড দৃশ্যমান তার মধ্যে সবচেয়ে সক্রিয় তরুণলীগ। অার যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই তরুণলীগ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সেই মিদুল দেওয়ান এবার কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন মুন্সিগঞ্জ শহর পৌরসভা’র ২নং ওয়ার্ড থেকে।

তবে শেষমুহুর্তে এসে সেই মনোনয়ন নিজেই প্রত্যাহার করে নেন মিদুল। এরপরে ব্যাপক প্রতিক্রিয়া অাসে ওয়ার্ডের সাধারণ জনগণ ও তার অনুসারী নেতা-কর্মীদের কাছ থেকে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘অামি অাদর্শের রাজনীতি করি, অর্থবিত্ত বা পেশিশক্তি প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না। জনগণের সেবা করতে চাইলে পদ-পদবী ছাড়াও করা যায়। তাই শেষমুহুর্তে এসে বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিলাম।

ভবিষ্যতে অাবার প্রার্থী হবেন কি না? এমন প্রশ্নের জবাবে মিদুল দেওয়ান বলেন, ‘জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে জনগণই সেটা ঠিক করে দিবে অামি প্রার্থী হবো কি না!’

error: দুঃখিত!