২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সন্ধ্যা ৭:১৬
বিয়ের আগেই ‘স্বামীর মন’ রাখছেন অপু
খবরটি শেয়ার করুন:

চুক্তিবদ্ধ ছবি থেকে সরে গেলেন অপু বিশ্বাস। কারণ কী? অপু নাকি নিজের ফিটনেস ঠিক করছেন। তার হাতে সময় নেই। এমনটাই জানালেন অপুর ছেড়ে দেওয়া ‘বসগিরি’ ছবির নির্মাতা শামীম আহমেদ রনি। একদিকে অপু চুক্তিবদ্ধ ছবি ছাড়ার খবর বের হচ্ছে। অন্যদিকে নতুন ছবি হাতে নিচ্ছেন অপু এমন খবরও শোনা যাচ্ছে।

শাকিবের বিপরীতে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য নির্মাতাকে চূড়ান্ত কথা দিয়েছেন অপু। আগামী রোজার ঈদের পরপরই শুরু হতে যাচ্ছে নির্মাতাকে কথা দেওয়া ওই ছবির শুটিং। এতে শাকিব খানের বিপরীতেই নাকি অভিনয়ের জন্য চূড়ান্ত কথা দিয়েছেন অপু। কিন্তু এখনো ছবিটিতে চুক্তিবদ্ধ হননি তিনি।

রাজু চৌধুরীর পরিচালনায় ‘শুটার’ নামে একটি ছবিতে অভিনয় করছেন শাকিব-অপু। এরমধ্যে তার নতুন আরো একটি ছবিতে অভিনয় করবেন বলে অপু কথা দিয়েছেন।

তিনি বলেন, ‘শাকিব দেশে আসলে ‘শুটার’-এর শুটিং আবারো শুরু করবো। এরমধ্যে নতুন আরেকটি ছবির গল্প লেখা চলছে। আগামী রোজার ঈদের পরই ছবিটির শুটিং শুরু করার ইচ্ছা আছে। কাশেম আলী দুলালের লেখা গল্পে ছবিটির প্রাথমিক নাম ঠিক করেছি ‘স্বামীর মন’। পরবর্তীতে এই নাম পরিবর্তনও হতে পারে।’

error: দুঃখিত!