মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী, পদ্মা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। আজ বৃহস্পতিবার বিকাল থেকে সবগুলো নদীতে পানির উচ্চতা কমায় আপাতত বন্যার আশঙ্কা নেই মুন্সিগঞ্জে।
পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে বিকালে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে অনলাইনে জরুরী সভা করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। তিনি, নদীতীরবর্তী এলাকার আশ্রয়ণ প্রকল্পগুলো যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসকে পানিবন্দী-নদী ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণের কার্যক্রম গ্রহণে ব্যবস্থা নিতে বলেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, জেলার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদী তীরবর্তী বালুচর ইউনিয়ন ও লৌহজং উপজেলার পদ্মা নদী তীরবর্তী কনকসার ইউনিয়নের কয়েকটি নিচু ভূমির ঘরবাড়ি পানিবন্দি অবস্থায় রয়েছে। তবে সেখানে পানির বাড়তি স্রোত নেই। এর বাইরেও নদী তীরবর্তী অনেক স্থানে ঘরবাড়ি পানিবন্দি থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ড মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম আমার বিক্রমপুর কে বলেন, ‘সকালে মেঘনা নদীর গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকায় পানির উচ্চতা বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে বিকালের পর পানির উচ্চতা কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে চলে এসেছে।’
তিনি বলেন, ‘পদ্মা-ধলেশ্বরীতেও পানির উচ্চতা বিপৎসীমার নিচে রয়েছে। তাই আপাতত মুন্সিগঞ্জে বন্যার আশঙ্কা নেই। তবে, পুনরায় পানি বাড়লে সেটি তৎক্ষণাৎ জানানো হবে।’