বাংলাদেশে আজ থেকে শরু হচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএলের তৃতীয় আসর।
রোববার বেলা ২ টায় উদ্বোধনী খেলায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি রংপুর রাইডার্স এবং চিটাগং ভাইকিংস।
রংপুরের ‘আইকন’ খেলোয়াড় সাকিব আল হাসান শনিবার রাতেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন। রোববারের খেলায় তার অংশ নেয়ার কথা রয়েছে।
সাকিবের প্রতিপক্ষ দল চিটাগং ভাইকিংসের নেতৃত্বে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বিপিএলের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকার অধিনায়ক হিসেবে রয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা এবং কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।