১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা স্থগিত
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: আসছে ১সেপ্টেম্বর বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কর্মসূচি নিয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আজ ১৯অগাষ্ট বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরে অবস্থিত জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা করার কথা থাকলেও নেতাকর্মীদরে সংগঠিত না করতে পারার কারনে সভাটি আজ হচ্ছে না। তবে শীঘ্রই নতুন করে সবার মতামত নিয়ে পরবর্তী সভার তারিখ জানানো হবে এবং সেই মোতাবেক প্রস্তুতি সভা করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (মৌখিক) মাসুদ রানা দুপুর ১২টা’র দিকে আমার বিক্রমপুর‘ কে বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পৌর বিএনপি’র সভাপতি ও মুন্সীগঞ্জ পোরসভা’র মেয়র এ.কে.এম. ইরাদত মানু দুপুর ১টার দিকে এই প্রতিবেদককে জানান, ‌বিষয়টি সম্পর্কে আমার সঠিক জানা নেই। দলের অন্যান্য সিনিয়র নেতারা বিষয়টি সম্পর্কে তথ্য দিতে পারবে।

error: দুঃখিত!