৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
বন্ধুদের সাথে ভাগে কেনা মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেছে যুবকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বন্ধুদের সাথে ভাগে কেনা মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে প্রাণ গেছে সোহান শেখ (২১) নামে এক যুবকের।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ি বাজার থেকে রওনা হয়ে বাড়ৈইপাড়া যাওয়ার পথে রাউৎভোগ ব্রীজের উপর এ ঘটনা ঘটে।

নিহত সোহান যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের পুত্র।

জানা গেছে, কিছুদিন আগে ৩ বন্ধু মিলে ৩০ হাজার টাকায় নাম্বারবিহীন ওই মোটরসাইকেলটি কেনে সোহান ও তার অপর দুই বন্ধু। আজ সেটি নিয়ে সড়কে বেপরোয়াভাবে চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয় সোহান।

টংগিবাড়ী থানার ওসি (তদন্ত) শফি উদ্দিন বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!