মুন্সিগঞ্জ, ২২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ৭টি থানায় দায়িত্বরত ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ও গজারিয়া থানার ওসি মো. রাজিব খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা রাজশাহীতে। টংগিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলীকে ময়মনসিংহ রেঞ্জ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেরপুরে, লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেনকে এপিবিএনে, সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণায়, শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে শিল্পাঞ্চল পুলিশে এবং পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আসাদুজ্জামানকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে বদলী করা হয়েছে।
মুন্সিগঞ্জের এই সাতটি থানায় নতুন পুলিশ কর্মকর্তা কারা আসছেন তা নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।