২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৪৬
বঙ্গবন্ধু হত্যার আসামি ক্যাপ্টেন মাজেদের সম্পত্তি বাজেয়াপ্ত
খবরটি শেয়ার করুন:
বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের খুনী অন্যতম পলাতক আসামী আব্দুল মাজেদ ক্যাপ্টেনের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মনোয়ার হোসেন ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ভোলার উপজেলা বোরহানউদ্দিন হাসপাতাল রোডে কুতুবা মৌজায় মাজেদের নামে ৬৭ শতাংশ ও ভিপি জমি সহ ১ একর ৩৫ শতাংশ জমিতে সাইন বোর্ড ঝুলিয়ে দেন এবং এ জমিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেন। এ জমিতে বসবাসকারী ও দোকানপাট মালিকদের ৭২ ঘন্টার মধ্যে সরে যেতে বলা হয়েছে। এর পর থেকে দোকানদারেরা তড়িঘড়ি করে তাদের মালামাল অন্যত্র সরে নিচ্ছে।

 

এছাড়া তার গ্রামের বাড়ী বড়মানিকা ইউনিয়নের বাটামারা ৫নং ওয়ার্ডে বাগান, বাড়ী সহ প্রায় ৩ একর ১৬ শতাংশ জমি সরকার বাজেয়াপ্ত করেছেন বলে জানা গেছে। এছাড়া তার নামে আরও কোন সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

 

স্থানীয় সূত্র জানায় , বঙ্গবন্ধর খুনিদের মধ্যে পলাতক অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ অন্যতম আসামী। পালিয়ে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃঞ্চ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সহকারী ভূমি অফিসার সহ পুলিশ প্রশাসন এ সম্পত্তি দখলে কাজ করছেন। তার নামে আরোও কোন সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
error: দুঃখিত!