শিহাব অাহমেদঃ ‘শ্রদ্ধেয় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অাপনি বলেছিলেন প্রতিটি ধর্ষিতা নারীর পিতা’র নামের জায়গায় অামার নাম লিখে দাও এবং ঠিকানার জায়গায় লিখে দাও ধানমন্ডি ৩২ নাম্বার। তাই অামরা লিখে দিচ্ছি- নামঃ সোহাগী জাহান তনু। পিতাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিকানাঃ ধানমন্ডি ৩২। বঙ্গবন্ধু অাপনার কন্যাকে ধর্ষন করা হয়েছে অামরা এর বিচার চাই, বঙ্গবন্ধু অাপনার কন্যাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে অামরা এর বিচার চাই’ এমনই অভিনব ভাষায় কুৃমিল্লার শিক্ষার্থী অালোচিত তনুকে নৃশংস হত্যার প্রতিবাদে ও এর বিচারের দাবিতে মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়ায় মানববন্ধন করেছে ‘দেশটা তো অামারই তাই দেশের জন্য কাজ করি’ নামের একটি সংগঠন।
গতকাল ৩০মার্চ বিকেল ৪টা’র দিকে সিপাহীপাড়া-টঙ্গিবাড়ী রাস্তার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির পরিচালক-সদস্যরা ছাড়াও স্থানীয় জনতা অংশ নেয়।
মানববন্ধন শেষে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান নিয়ন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন বক্তব্য রাখেন।