মুন্সিগঞ্জ শহর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ফয়সাল বিপ্লব গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজার জিয়ারত করেছেন।
তিনি বুধবার রাত ৮টায় মাজার জিয়ারত করেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর সারাদেশের মেয়রদের মধ্যে তিনিই প্রথম বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন বলে জানা গেছে।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধমির্ণী কণ্ঠশিল্পী আইরিন ফয়সাল আফরিন, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি অাক্তারুজ্জামান রাজিব, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল প্রমুখ।