বর্তমান সময়ে ভারতের চলচ্চিত্র জগতের আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম বাহুবলি সিনেমা। ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে মুক্তির আগে থেকেই আলোচনায়। শুধু তাই নয়, সিনেমাটির একটি পোস্টার বিশ্বের সবচেয়ে বড় সিনে পোস্টার হিসেবে গড়েছে বিশ্ব রেকর্ডও।
১০ জুলাই শুক্রবার, ভারতে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমাটি। আর মুক্তির এক দিনের মধ্যেই ধারণা করা হচ্ছে, এটি বক্স অফিসে আয়ের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। প্রথমদিনেই এই সিনেমার কালেকশন ৩০ কোটি।
এস এস রাজামৌলি পরিচালিত তামিল ও তেলুগু ভার্সনে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাহুবলি-কে ঘিরে দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে। আর তারই প্রতিফলন ঘটেছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলোতে। টিকিট কাউন্টারের বাইরে বড়বড় করে লেখা ‘হাউজফুল’। এই অবস্থা শুধু মাল্টিপ্লেক্স বা সিনেমা হলগুলোর নয়, পাশাপাশি অনলাইনেও ঠিক একই অবস্থা। সেখানেও টিকেট বুকিংয়ে দেখা যাচ্ছে ‘হাউসফুল’।
জানা গেছে, অনেক সিনেমা হলে দর্শকদের ভিড় সামলাতে পুলিশের হস্তক্ষেপ নিতে হয়েছে হল মালিকদের।
প্রায় ৪ হাজার পর্দায় বাহুবলি সিনেমাটি রিলিজ হয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছে- ভারতের দক্ষিণি সিনেমার তারকা প্রভাস, রানা দাগ্গুবাতি, রামাইয়া কৃষ্ণা, আনুশকা শেঠী, তামান্নাসহ অনেকে।
বাহুবলি সিনেমাটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছে করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশনস। ভারতীয় পুরাণের ওপর তৈরি চিত্রনাট্যের এই সিনেমাটিতে অত্যাধুনিক Arri Alexa XT ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা হলিউডের খুব বড় বাজেটের সিনেমাতেই ব্যবহৃত হয়।