১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৫৩
ফলোআপ; বোনের হাতে ভাই খুন, বোন রিমান্ডে, ভাগ্নেরা অধরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০১৯, রুবেল ইসলাম তাহমিদ, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামে বোনের হুকুমে আপন ভাই মোঃ ইব্রাহীম হাওলাদার (৩৩) কে নির্মমভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে বোন সুলতানা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ মুন্সিগঞ্জে সম্পত্তির লোভে আপন ভাইকে খুন করলো বোন!

পুলিশ আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

বুধবার ( ৪ সেপ্টেম্বর ) সকাল ১১টার সময় মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই রায় দেন।

গেল শুক্রবার ৩০শে আগষ্ট বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিন মেদিনীমন্ডল এলাকায় বোন ও ভাগ্নে মিলে টর্চ লাইট দিয়ে পিটিয়ে ইব্রাহিমকে হত্যা করে।

ইব্রাহিমের স্ত্রী শিরিন আক্তার লিমা বাদী হয়ে দুই ভাগ্নে ও ননদকে আসামী করে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার দিন রাতেই নিহত ইব্রাহিম হাওলাদারের বোন সুলতানা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইব্রাহিম হাওলাদারের স্ত্রী শিরিন আক্তার লিমা জানান, আমার স্বামী র্দীঘ ১১ বছর সৌদি আরবে প্রবাসী ছিলেন। বিদেশ থেকে ১১ বছর যা রোজগার করেছে তা আপন বোন সুলতানার কাছেই সকল টাকা পয়সা পাঠিয়েছেন। বর্তমানে কিছুদিন হয়, আমার স্বামীর দেশে আসলে বোনের কাছে টাকা চায় আমার স্বামী। টাকা না দিয়ে নানা তালবাহানা করে আসছে, এনিয়ে কয়েক দফা দেন দরবার হয় এর আগে। এরপর শুরু হয় দ্বন্দের।

এ বিষয়ে লৌজহং থানার ওসি মোঃ আলমগীর হোসাইন জানায়, নিহত ইব্রাহিমের স্ত্রী লিমা বাদী হয়ে ননাশ ও ২ ভাগ্নে সহ মোট তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ১ নম্বর আসামী নিহতের বোন সুলতানাকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকী ২জন আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত ইব্রাহিমের গলায় ও ঘারে এবং তার অন্ডকোষে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

error: দুঃখিত!