১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:১১
ফতুল্লায় দশম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ
খবরটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে জুনায়েদ নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, কাশিপুর এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র মো. জুনায়েদ ভুক্তভোগী মেয়েটিকে স্কুলে আসা যাওয়ার পথে নিয়মিত উত্যক্ত সহ প্রেমের প্রস্তাব দিত। এতে মেয়ে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দিত জুনায়েদ। একপর্যায়ে মেয়ে এ বিষয়ে তার পরিবারকে জানালে তারা ছেলের বাবার কাছে জানায়। কিন্তু ছেলে এতে ক্ষিপ্ত হয়ে উল্টো মেয়েকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ের হুমকি দেয়।

এরপর গেল ২০ জুলাই সকাল ৮টার দিকে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী কিশোরী মেয়ে কাশিপুর এলাকায় ইব্রাহিম স্যারের কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে তাকে রাস্তা থেকে মিশুকে তুলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় জুনায়েদ। পরে জুনায়েদের বাসায় গিয়ে খোঁজ নিলে তার বাবা জাহাঙ্গীর জানায় ভুক্তভোগী জুনায়েদের হেফাজতে আছে। এবং এ বিষয়ে থানা/আদালতে মামলা করলে মেয়ের বড় ধরণের ক্ষতিসহ জীবন শেষ করিয়া ফেলিবে বলে হুমকি দেয়।

error: দুঃখিত!