১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
প্রস্তুত হচ্ছে মুন্সীগঞ্জের সর্ববৃহৎ কোরবানীর হাট
Cow
খবরটি শেয়ার করুন:

সানিয়াৎ আব্দুল্লাহঃ মুন্সীগঞ্জ সদর উপজেলা মুক্তারপুরের কোরবানী হাটের সুনাম বাংলাদেশ জুড়েই যেমন ঐত্যিহ্য রয়েছে এই হাটের ঠিক তেমনি সকলের সাধ্যের মধ্যে দেশী উন্নতমানের গরু পাওয়া যায় বলে বাড়তি আবেদন আছে এই হাটের গরু! আর তাই প্রতিবছর বেশ রাখঢাক করেই দর ওঠে এই হাটের এবারও হয়েছে তাইএবছর ৭৫ লাখ ৬৫ হাজার টাকা সর্ব্বোচ্চ দর দিয়ে হাটের ইজারা পেয়েছেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ।

 এখন চলছে মাঠের প্রস্তুতিমূলক কাজ। কাজ তদারক করছেন হাট পরিচালনা কমিটি’র সদস্যরা। ইতোমধ্যে পোষ্টার ও মাইকিং এর মাধ্যমে হাটের প্রচাঁর-প্রচারণাও শুরু হয়েছে।

আজ ৯সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তারপুর বিসিক মাঠে গিয়ে দেখা যায়,হাটে আগত গরু’র বেপারীগণ ও ক্রেতাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানে ড্রেজারের মাধ্যমে বালু এনে মাঠের উচু-নিচুঁ স্থান ভরাট করে দেয়া হচ্ছে। এছাড়াও আরেকটি গ্রুপ মাঠের পাশে বেপারীদের জন্য থাকা-খাওয়ার ব্যাবস্থা করছে।

হাট পরিচালনা কমিটি’র অন্যতম সদস্য মোঃ নিজামউদ্দিন (নিজাম মেম্বার) জানান, ‘আমরা সরকারী নিয়মানুযায়ী প্রক্রিয়া শেষে হাট পরিচালনা’র কাজ পেয়েছি। এখন শেষমুহুর্তের কাজ চলছে। মুন্সীগঞ্জের সবচেয়ে বড় কোরবানী’র হাট এটি। তাই কোথায়ও যাতে ক্রটি না থাকে সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে।’

 

error: দুঃখিত!